১৫ দিন পর মুক্তি পেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২১
0

আত্মসর্মপন করতে গিয়ে কারান্তরীণ বিএনপি নেতা সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ ১৫ দিন পর মুক্তি পেলেন।

সালাহউদ্দিন পুত্র ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন বলেন, গত ৩ ফেব্রুয়ারি ২০১৫ সালের রাজধানীর ওয়ারী থানায় করা বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় সালাহউদ্দিন আহমেদ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন।

আদালত শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে উচ্চ আদালতে জামিনের আবেদন করা হলে মঙ্গলবার তাকে মুক্তি দেয়া হয়।