১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাসদের বিবৃতি ও কর্মসূচি

আপডেট: মার্চ ১৬, ২০২২
0

আগামীকাল ১৭ মার্চ ২০২২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে বলেন, বাঙালি জাতির অবিসম্বাদিত নেতা, জাতির পিতা, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী বাঙালি জাতির জন্য একটি আনন্দের দিন। তারা বলেন, বঙ্গবন্ধুর মত ক্ষণজন্মা নেতার জন্ম হয়েছিল বলেই বাঙালি জাতি স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে দিশা পেয়েছিল এবং তার নেতৃত্বে সংগ্রাম করে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল।

১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সকাল ১০ টায় ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবে।