৩৯ নং ওয়ার্ড ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২২
0

ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের আওতাধীন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ৯টায় এ কাউন্সিল সম্পন্ন হয়।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ৩৯ নং ওয়ার্ড সভাপতি ক্বারী আজাদ হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে ক্বারী আজাদ হোসাইন বলেন, যখন তথাকথিত বিভিন্ন ছাত্র সংগঠন আমাদের ছাত্র সমাজের দেমাগ নষ্ট করার মিশনে লিপ্ত। তখন আমাদের বুজুর্গরা ছাত্র সংগঠনের প্রয়োজনীতা উপলব্ধি করে ১৯৯২ সালের ২৪ জানুয়ারী ছাত্র জমিয়ত গঠন করলেন। ছাত্র জমিয়তের অন্যতম কর্মসূচি হচ্ছে ব্যাক্তি গঠন। আমাদের আগে নিজেকে গঠন করতে হবে। এরপর সমাজের নেতৃত্ব দেয়ার মতো যোগ্য হয়ে উঠতে হবে।

তিনি বলেন, সকলের কাছে আহবান থাকবে ৩৯ নং ওয়ার্ডের প্রতিটি অলিগলি, বাসাবাড়িতে জমিয়তের দাওয়াত পৌঁছে দিতে হবে। সমাজের অসহায়, দরিদ্রের পাশে দাড়াতে হবে। ওয়ার্ডের স্থায়ী-অস্থায়ী সকল বাসিন্দা যেন সহি শুদ্ধ কোরআন পড়তে পারে, সহীহ্ দ্বীন বুঝতে পারে এজন্য টার্গেট নিয়ে প্লানওয়ারী কাজ আঞ্জাম দিতে হবে।

কাউন্সিলে ইয়াসীন আরাফাতকে সভাপতি, আশরাফ সিদ্দিকীকে সাধারণ সম্পাদক ও ফয়সাল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।