চারঘাটে ১১ দিনে করোনা ডোজ গ্রহণ করেছেন ১৫৫০জন

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২১
0

আবু সুফিয়ান,রাজশাহীঃ
রাজশাহীর চারঘাটে ১১তম দিনের টিকাদান কর্মসূচী শেষ হয়েছে। টিকা নিতে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষের উপস্থিত হতে দেখা গেছে। যত দিন যাচ্ছে টিকা নিতে চারঘাটের মানুষের আগ্রহ বাড়ছে।

গত ৭ই ফেব্রুয়ারি সারা দেশের মত চারঘাট উপজেলাতেও করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়। এই ১১ দিনে এ পর্যন্ত উপজেলায় টিকা নিয়েছে ১৫৫০ জন। এর মধ্যে টিকা নিতে রেজিষ্টেশন করেছেন উপজেলার ২৪৭০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ তম দিনের টিকাদান কর্মসূচি শুরু হয়। সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ব্যাপক মানুষের ভিড় দেখা যায়। রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষদের উপস্থিতি ছিলো ব্যাপক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, যারা হাসপাতাল থেকে টিকা নিয়েছেন তাদের সবাই সুস্থ আছেন। কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। সুষ্ঠ ও সুন্দর পরিবেশে টিকাদান কার্যক্রম পরিচালনা হচ্ছে বলে জানান তিনি।