গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাইলিং মিস্ত্রির মৃত্যু

আপডেট: মে ৭, ২০২১
0
ছবির ক্যাপশনঃ গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত পাইলিং মিস্ত্রি ফিরোজ।

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পাইলিং মিস্ত্রি শুক্রবার বিকেলে নিহত হয়েছেন। নিহতের নাম- মোঃ ফিরোজ (৩৫)। তিনি শেরপুরের নকলা থানার নারায়নখোলা এলাকার মৃত আছিম উদ্দিন খানের ছেলে।

জিএমপি’র বাসন থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, গাজীপুর সিটি কপোর্রেশনের ভোগড়া এলাকায় থেকে পাইলিং মিস্ত্রির কাজ করতেন মোঃ ফিরোজ। শুক্রবার স্থানীয় বর্ষা সিনেমা হলের পিছনে টেক্সি গ্রুপ গার্মেন্টস ফ্যাক্টরীর নির্মাণধীন ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন ফিরোজ। বিকেল তিনটার দিকে তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ্য হয়ে পড়েন।

সহকর্মীরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ফিরোজকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।