নাগেশ্বরীতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট: অক্টোবর ২৩, ২০২১
0

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সম্প্রতি সারাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, মন্দির, প্রতিমা ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০ টা থেকে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদ উপজেলা শাখার ব্যানারে দুই ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রেসক্লাব নাগেশ্বরী কার্যালয়ের সামন থেকে কলেজ মোড় পর্যন্ত কেবি সড়কের দুইপাশে দাঁড়িয়ে প্রায় ২ হাজার মানুষ অংশগ্রহন করে। বক্তব্য রাখেন হরচন্দ্র বর্মন ফন্টু, স্বপন আচার্য, কৃষ্ণ চন্দ্র রায়, গোপীনাথ রায়, উমাচরণ বর্মন, মুকুল চন্দ্র সরকার প্রমুখ। বক্তারা হিন্দু সম্প্রদায়ের উপর নৃশংস হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।
###