ভূরুঙ্গামারীতে দুই মেন্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ রাবার বুলেটে ৪ জন আহত

আপডেট: নভেম্বর ১১, ২০২১
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মেন্বার প্রার্থীর মধ‍্যে সংঘর্ষে পুলিশের রাবার বুলেটে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ নভেম্বর) উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ফেডারেশন কেন্দ্রে।আহতরা হলেন, আলতাফ (৫০), আজিজুল হক (৪৫),রাফি (৩৫)ও শামসুল ইসলাম (৪৯)

প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দু’জন মেম্বার প্রার্থির সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। পরে পুলিশ পরিস্থিতি সামাল দিতে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বাসায় থাকা এক ব্যক্তি চোখে এবং অন্যদের পায়ে বুলেট বিদ্ধ হয়। এরা সকলেই ভূ’রুঙ্গামারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রাবার বুলেটে গুলির কথা স্বীকার করেন বলেন তবে কত রাউন্ড গুলি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়।
####
আমিনুর রহমান বাবু