সৌদিতে রমজান মাসে ব্রিটিশ গবেষকের ইসলাম গ্রহণ

আপডেট: এপ্রিল ১৫, ২০২২
0

ইসলাম গ্রহণ করেছেন ড. মার্ক সি থমপসন (৬৬) নামে এক ব্রিটিশ গবেষক। দীর্ঘ দুই দশক সৌদি আরবে অবস্থানের পর ইসলামে দীক্ষিত হলেন তিনি।
গত শুক্রবার (৭ রমজান) মার্ক সি থমপসন ইসলাম গ্রহণ করেন।

বুধবার সফর আল হিশাম নামে একটি টুইটার একাউন্টে তার ইসলাম গ্রহণের একটি ভিডিও শেয়ার করা হয়। তাতে দেখা যায়, একজন আলেম তাকে কালিমায়ে শাহাদাত পাঠ করাচ্ছেন।

ওই ভিডিওর ক্যাপশনে সূরা আনআমের ১২৫ নম্বর আয়াত জুড়ে দেয়া হয়। আয়াতের অর্থ- ‘আল্লাহ যাকে সৎপথ দেখাতে চান, তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন।’

একইসাথে ক্যাপশনে আরো লেখা হয়, ‘আমাদের দেশে (সৌদি আরব) ড. মার্ক সি থমপসন স্বীয় ভাইদের সাথে জীবনের বড় একটা অংশ অতিবাহিত করে ফেলেছেন। আর রমজানের দিনগুলোতে তার ইসলাম গ্রহণের সময় নির্ধারিত হলো। তিনি এখন তার মুসলিম ভাইদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন।’

ড. মার্ক সি থমপসন ১৯৫৭ সালে ৩১ জুলাই লন্ডনে জন্মগ্রহণ। সৌদি আরবে আসেন ২০০১ সালে। এরপর দেশটির শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে গবেষণা ও অধ্যাপনা করেন। বর্তমানে তিনি রিয়াদের কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সোসিও-ইকোনোমিক প্রোগ্রামের সিনিয়র রিসার্চার হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১২ সালে এ প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার আগে তিনি কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারালস এ মিডলইস্ট স্টাডিজের সহকারি অধ্যাপক ছিলেন। সেখানে তিনি আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্বায়ন বিষয়ে পড়াতেন। এর আগে তিনি প্রিন্স সুলতান ইউনিভার্সিটি এবং সৌদি ন্যাশনাল গার্ড স্কুল অফ সিগন্যালে পড়িয়েছেন।

ড. মার্ক ইংল্যান্ডের এক্সেটার ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব আরব অ্যান্ড ইসলামিক স্টাডিজ থেকে পিএইডডি ডিগ্রি অর্জন করেন। তার থিসিসের বিষয় ছিল, ‘সৌদি আরবে উদীয়মান সামাজিক-রাজনৈতিক প্রতিনিধিত্ব: জাতীয় সংলাপের প্রত্যক্ষ ও পরোক্ষ ফলাফল’।

এদিকে ইসলামে প্রবেশের পর মঙ্গলবার তাকে শুভেচ্ছা জানান সৌদি প্রিন্স ও সাবেক কুটনীতিবিদ তুর্কি আল ফয়সাল। এ সময় তার পক্ষ থেকে ড. মার্ককে পবিত্র কুরআনের সপ্তদশ শতাব্দীর প্রাচীন পাণ্ডুলিপি উপহার দেয়া হয়। মূল্যবান এ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এ ব্রিটিশ গবেষক।

সূত্র : হাসদ নেট ডটকম