ছাতকে মসজিদ কমিটি নিয়ে কর্মীর হাতে যুবলীগের নেতা খুন

আপডেট: মার্চ ২৯, ২০২৩
0

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন।
মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ছাতক থানা সংলগ্ন গনেশপুর খেয়াঘাটে এই ঘটনা ঘটে।
নিহত লায়েক মিয়া (৪৭) ছাতক পৌর শহরের মণ্ডলিভোগ আবাসিক এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
তিনি ছাতকে পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর বলয়ে যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায় জানায়, যুবলীগ কর্মী লায়েকের সাথে একই এলাকার অপর যুবলীগ কর্মী শিপলুর মসজিদের কমিটি গঠনসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ছাতক থানা সংলগ্ন গনেশপুর খেয়াঘাটে লায়েকের বুকে অতর্কিত ছুরিকাঘাত করে পালিয়ে যান শিপলু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ার প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে রেফার করেন কর্তব্যরত।

রাত সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর পর ছাতক শহরে তীব্র উওেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়৷ এ ঘটনার পর পুলিশ ৩ জন কে আটক করেছে। তবে এখনো মামলা হয়নি।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মঈনুল জাকির বলেন, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে লায়েক নামের একজন নিহত হয়েছেন। অভিযুক্ত শিপলুকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

আমিনুল ইসলাম হিরন
ছাতক সুনামগঞ্জ
সুনামগঞ্জ
২৯.০৩.২০২৩