নারী ও বর্ণবিদ্বেষী মন্তব্যে ডা মুরাদের পদত্যাগ চান আফরোজা আব্বাস

আপডেট: ডিসেম্বর ৬, ২০২১
0

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সরকারের তথ্য-প্রতিমন্ত্রীর একটি বিকৃত এবং শিষ্টাচার বহির্ভূত নারী ও বর্ণবিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে তীব্র ঘৃনা, ধিক্কার ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকারের তথ্য-প্রতিমন্ত্রীর মতো একজন দায়িত্বশীল ব্যক্তির এ ধরনের ঘৃন্য ও কুরুচিপূর্ণ আচরণে জাতীয়তাবাদী মহিলা দলসহ সারাদেশের নারী সমাজ ক্ষুব্ধ। বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য-প্রতিমন্ত্রীর এধরণের বক্তব্য ও মন্তব্যে সমগ্র জাতি স্তম্ভিত।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মা’ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমান ফ্যাসিষ্ট সরকারের অমানবিক নিষ্ঠুর আচরণের শিকার। তাঁকে বিদেশে সুচিকিৎসার সুযোগ না দেয়ার ফলে তিনি হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এমতাবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের একজন নারী সদস্য সম্পর্কে এহেন অশ্লীল অপপ্রচার ইতিমধ্যেই দেশের নারী সমাজের দ্বারা ধিকৃত হয়েছে।
নেতৃদ্বয় অবিলম্বে সরকারের তথ্য-প্রতিমন্ত্রীকে এধরণের বিকৃত মন্তব্যের জন্য জনসমক্ষে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আহ্বান জানান।