Gaza: ‌প্যালেস্টাইনি চিকিৎসকদের বিবস্ত্র করে নির্যাতন ইজরায়েল বাহিনীর !!

আপডেট: মার্চ ১৮, ২০২৪
0

গাজায় চিকিৎসকদের বিবস্ত্র করে নির্যাতন ইজরায়েল বাহিনীর। প্যালেস্টাইনি চিকিৎসকরা দাবি করেছেন গত মাসে হাসপাতালে অভিযানের পর ইজরায়েলি সেনারা তাদের চোখ বেঁধে, আটক করে, বিবস্ত্র রেখে, বারবার মারধর চালায়। গাজা উপত্যকার নাসের হাসপাতালের চিকিৎসক আহমেদ আবু সাবহা জানান, তিনি এক সপ্তাহ আটক ছিলেন।

ইজরায়েলি এক সেনা তার হাত ভেঙে দিয়েছিল। আরও দুই চিকিৎসককে চূড়ান্ত অপমান করা হয় বলে দাবি উঠেছে। সঙ্গে মারধর, ঠান্ডা জলে চুবিয়ে রাখা এবং ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসে থাকার মতো নির্যাতনও তাদের ওপর করা হয়।

ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। আইডিএফ বলেছে, বন্দিদের সঙ্গে কোনও দুর্ব্যবহার করা হয়নি। প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস হাসপাতালে অভিযান চালায় আইডিএফ। তাদের দাবি, হাসপাতালটিতে হামাস যোদ্ধারা ছিলেন। আইডিএফের আরও দাবি, ইজরায়েল থেকে যাদের পণবন্দি করে আনা হয়েছিল, তাদের ওই হাসপাতালে রাখা হয়েছিল।