অনেক বসন্ত গেল যুদ্ধে যুদ্ধে

আপডেট: মার্চ ৩, ২০২৩
0
spring day

ডা জাকারিয়া চৌধুরী :

অনেক বসন্ত গেল যুদ্ধে যুদ্ধে,
শ্রাবণেরা বিদেয় নিল চোখের জলে ভাসিয়ে।
কত বসন্ত যুদ্ধে এক জীবন পুর্ন হয় ?
কত অশ্রুতে নতুন চোখের জন্ম হয়, জানো কেউ ?
অনেক যুদ্ধ গেল বসন্তে বসন্তে।

অনেক অশ্রুতে জীবন ভারী হল শ্রাবনের মেঘ হয়ে,
আমার বাঁধন ছেঁড়া প্রাণ হারালো বসন্তে বসন্তে
জীবনের সবকটা ঋতু চলে গেল যুদ্ধ আর ক্ষয়ে।
কত জীবন পাড়ি দিলে নব জীবন পাওয়া যায় !!!

কত জীবনের পরে প্রানভরে নিঃশ্বাস নেয়া যায় ?
জানো কেউ? অনেক জনম গেল, অশ্রু গেল, শ্রাবন বসন্তও গেল,
নতুন চোখ আর নব জীবন এলো না, ভাবা যায় ?

রবি ঠাকুরের অমিয় বাণী বাজছে প্রাণে —তবুও শান্তি,
তবু আনন্দ, তবু অনন্ত জাগে!!
আর কত বসন্ত যুদ্ধে যুদ্ধে যাবে !!