অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড বিক্রয়কারী চক্রের মূলহোতা খিলগাঁও থেকে গ্রেফতার

আপডেট: জুন ২০, ২০২৩
0

রাজধানীর খিলগাঁও এলাকা হতে অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড বিক্রয়কারী চক্রের মূলহোতা মোঃ আনোয়ার হোসেন (৪০)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৩; বিপুল পরিমাণ অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড জব্দ।

রাজধানীর খিলগাঁও থানাধীন মহানগরী ওয়েস্ট ভিউ, খিলগাঁও রেলগেট এলাকায় ১৯/০৬/২০২৩ তারিখ ১৮১৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড বিক্রয়কারী প্রতারক চক্রের মূলহোতা মোঃ আনোয়ার হোসেন (৪০), পিতা-মোঃ আফজাল হোসেন, সাং-চর বড়লই, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম’কে ৫৮২ টি অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সীমকার্ডসহ গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন যাবৎ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সহজ সরল মানুষের নিকট হতে প্রতারণামূলকভাবে তথ্য হাতিয়ে এসব অবৈধ রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড সংগ্রহপূর্বক ক্রয়-বিক্রয় করে আসছে। এসব সীমকার্ড ব্যবহার করে বিভিন্ন অপরাধী চক্র তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে থাকে। এরই সুযোগকে কাজে লাগিয়ে অপরাধী চক্র আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নিজেদেরকে গোপন রাখতে এই সীমকার্ড ব্যবহার করে থাকে। এসকল অসাধু সীমকার্ড ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।