অবৈধ ও বেআইনী কর্মকান্ড ঢাকতে বিদেশে দূতাবাসের কর্মকর্তাদের ব্যবহার করছে আ’লীগ –বিএনপি

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২২
0

বিএনপি বলেছে , ”অনির্বাচিত আওয়ামী লীগ সরকার তাদের সকল অবৈধ ও বেআইনী কর্মকান্ড বিশ্ব বাসীর কাছে আড়াল করার জন্য বিদেশে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তাদের অবৈধ ভাবে ব্যবহার করে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করছে।” এই ধরনের বেআইনী কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি বিদেশে কর্মরত দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের বাংলাদেশের জনগণের স্বার্থে নিরপেক্ষতার সঙ্গে কর্তব্য পালনের আহবান জানায়।’

সোমবার রাত ৮ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব বিষয় নিয়ে আলোচনা করেন দলের হাইকমান্ড।

abroad

সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির আলোচনা সভায় নেতারা বলেছেন , ”মার্কিন কংগ্রেস ম্যান গ্রেগোরি মিকস এর বক্তব্যকে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বিকৃত ভাবে উপস্থাপনে দেশের কূটনৈতিক ক্যাডার সার্ভিসকে দলীয় করনের সর্বশেষ নিকৃষ্ট উদাহরণ বলে সভা মনে করে। ‘
এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন , ১. ড. খন্দকার মোশাররফ হোসেন ২. ব্যরিস্টার জমির উদ্দিন সরকার ৩. মির্জা আব্বাস ,৪. বাবু গয়েশ্বর চন্দ্র রায় ,৫. ড. আব্দুল মঈন খান ৬. নজরুল ইসলাম খান ৭. মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৮. আমির খসরু মাহমুদ চৌধুরী ৯. বেগম সেলিমা রহমান ১০. ইকবাল হাসান মাহমুদ টুকু

সভায়, ‘স্প্রিড টেস্ট গেøাবাল ইনডেক্স’ এর ২০২১ সালের প্রতিবেদনে মোবাইল ইন্টারনেটের গতির ক্ষেত্রে ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৮তম হওয়ায় চরম হতাশা প্রকাশ করা হয়। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার দাবী যে কতটা অসাড় তা প্রমাণিত হয় এই তথ্যের মাধ্যমে। বাগাড়াম্বর ও দূর্নীতির জন্যই সরকার চরম ভাবে ব্যর্থ হয়েছে জনগণকে মোবাইল ইন্টারনেটের গতি বাড়িয়ে সেবা প্রদান করতে।