আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস‍্য মুকুল বোস এর মৃত‍্যুতে শিল্প প্রতিমন্ত্রীর গভীর শোক

আপডেট: জুলাই ২, ২০২২
0

ঢাকাঃ ২ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ; রোজ- শনিবার।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস‍্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস এর মৃত‍্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার এমপি।
আজ ২ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ তারিখ রোজ- শনিবার ভোর ৫টা ২০ মিনিটে ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
শিল্প প্রতিমন্ত্রী এক শোকবার্তায় বলেন, বিশিষ্ট রাজনীতিবিদ মুকুল বোসকে ২০১৭ সালের ১ জানুয়ারী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়। এর আগে তিনি দলটির যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব‌ও পালন করেন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা হিসেবে তিনি সবসময় জনকল্যাণে নিবেদিত ছিলেন। তাঁর মৃত্যুতে এদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।
কামাল আহমেদ মজুমদার এমপি মুকুল বোস এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান।