‌`আজ সন্ধ্যায় গেঁথে দেব বকুলের মালা’

আপডেট: জুলাই ২৭, ২০২৩
0

ডা জাকারিয়া চৌধুরী

কি চাও তুমি?
দখিনা বনভূমি?
বর্ষনে ক্লান্ত স্নিগ্ধ বিকেলের নরোম রোদ্দুর?
তেপান্তরের মাঠ নাকি নীল দরিয়ার ঘাট?
গোধূলি ঢাকা বিকেলে উড়ে বেড়ানো চিল,
সমগ্র আড়িয়াল বিল।
পাথুরে প্রান্তর আর প্রেমিকের শত জনমের উইল।
কবিতালয় যেখানে সকলের সম্মিলন,
টিকে বাঁধানো শিমানীর ঘাট,
আরো আছে সেখানে কোন এক স্নেহময়ীর হাত।
এসো তুমি,
আজ সন্ধ্যায় গেঁথে দেব বকুলের মালা,
সব ছেড়েই মাথা নুইয়ে গলায় ঝুলিও-
রক্ত জবার রক্ত রস সারা অংগে বুলিয়ো।
তার আগে পুরনো চিঠিটা বাতিলের আদেশ লিখিও,
অযাচিত সেই চেংড়াজীবি দিয়ে।
তুমি তো জানো- হাতে আমি লিখতে পারিনা এমন,
বরং তুমি কিছু শুরু করো ; কেমন!
নিজ হাতে –
শুভ্র নীল আকাশে সাদা মেঘের বর্নে বর্নে লিখিও-
‘জটিল ভালোবাসা নিয়ে এসো’।
তোমার লেখা প্রথম চিঠি হোক এটাই, নিজ হাতে।
যদি আর না ফিরিবার অংগীকার করো,
তোমার গলে তবে একে আসব পৃথিবীর উষ্ণতম প্রশ্বাস।
যদি অনুগত থাকো তবে-

আলোয় ভরা কবিতালয়ের এক ভাগ তোমাকেই দেব।
যদি নিজেকে আকাশ ভাবো;
কিচ্ছু করার নেই অকর্মা এই কবি’র অন্তত এই ভবে।
কি চাও আর, নন্দিনী?

নিজেকে কেমন যেন বন্দিনী বন্দিনী লাগে এই তটে।
অথচ তোমার জন্যেই রেখেছি সকল আকাশ,
ধাবমান মেঘ সমেত বৃষ্টি আর বসন্তের বাতাস।

তোমার নেমন্তন্নের আশায় অধীর হয়ে আছি,
বুঝ, বুঝেছ নাকি অযথা বলেই গেছি?
সাহিত্যে রাজনীতি চলবে,
গেছে বুঝা? নাকি আরও কিছু বলবে?

লেখক: নির্বাহী সম্পাদক দেশ জনতা ডটকম