আমাকে চেনো আমি সাংবাদিক?

আপডেট: মার্চ ২১, ২০২৩
0

আবু সায়েম আকন

হরেক রংয়ের ফিতা গলায় দিয়ে
মারে শুধু ভাব।
এমন যদি করতে না পারে ওরা
হয়না যে লাভ।
কিছু বললেই বলে-
আমাকে চেনো আমি সাংবাদিক….?

গাড়িতে উঠলে দেয়নাতো ভাড়া
কড়া দেখায় মেজাজ।
ওরা যাই কিছুই করুকনা কেন
মেনে নিয়েছে সমাজ।
আবার, কিছু বললেই বলে-
আমাকে চেনো আমি সাংবাদিক?

রাজস্ব আদায়ের জায়গা গুলোতে
চোট দেখাতে ছাড়েনা।
আদায়কারীও তাদের সাথে কিন্তু
কোনো কথাতে পারেনা।
আবার, কিছু বললেই বলে-
আমাকে চেনো আমি সাংবাদিক?

নিরীহ মানুষকে সুযোগ পেলেই
বিপদে ফেলতে চায়।
মানুষ আবার প্রতিবাদ করলে
ঠান্ডা হয়ে যায়।
আবার, কিছু বললেই বলে-
আমাকে চেনো আমি সাংবাদিক?

গলার দিকে তাকালেই দেখা যায়
কত কি যে ঝুলিয়েছে।
সারাদিন এদিক সেদিক ঘুরেফিরে
ধান্দাপানি খুজিতেছে।
আবার, কিছু বললেই বলে-
আমাকে চেনো আমি সাংবাদিক?

তারা সব কিছুই চায় ফ্রিতে হোক
খরচা চায়না করতে।
সৎ মানুষেরা সব ওৎ পেতে থাকে
ওদের কুকর্ম ধরতে।
আবার, কিছু বললেই বলে-
আমাকে চেনো আমি সাংবাদিক?

ভালো মিডিয়া জোটেনাতো কপালে
কার্ডতো আনে কিনে।
বেশিরভাগ মিডয়াই দেয়নাতো কার্ড
কিছুটা লেনদেন বিনে।
আবার, কিছু বললেই বলে-
আমাকে চেনো আমি সাংবাদিক?

প্রকৃত সাংবাদিকরা পায়না সুবিধা
বিজ্ঞাপনও হাতছাড়া হয়।
এদের দখলে থাকে সরকারি দপ্তর
বিজ্ঞাপন সব এরাই লয়।
আবার, কিছু বললেই বলে-
আমাকে চেনো আমিও সাংবাদিক?

এদের সামনে অপরাধীও পড়লে
সমস্যা হয়না তাতে।
দেখেও না দেখার ভান করে এরা
পরলে কিছু হাতে।
আবার, কিছু বললেই বলে-
আমাকে চেনো আমি সাংবাদিক?

মানুষের মনে যদি ভীতির সঞ্চার
করতে পারে ওরা।
তখন সেই মানুষটা ওদের কাছে
দেয় যে কিন্তু ধরা।
আবার, কিছু বললেই বলে-
আমাকে চেনো আমি সাংবাদিক?

ইউটিউব চ্যানেলের নামের শেষে
টিভি লিখে নেয়।
এবার মাইক্রোফোন নিয়ে দৌঁড়াতে
কে যে বাঁধা দেয়?
আবার, কিছু বললেই বলে-
আমাকে চেনো আমি সাংবাদিক?

ছবি ইন্টারনেট থেকে সংগৃহিত