`আমারে না হয় যাইও ভুলিয়া’

আপডেট: মে ৭, ২০২৩
0


ডা জাকারিয়া চৌধুরী

আমি যে তোমারে তুলিয়া লইলাম,
আমার ধর শির জুড়িয়া,

জীবনের মোহ আর মায়া ভুলিয়া,
তুমি চাইলে এই হৃদয়ে খাল কাটাইয়া;
নৌকা ভাসাইয়া যা ইচ্ছা তা-ই করিতা,
মগজে বসিয়া মগজ ধোলাই দিতা !!
উল্টা বলিতাম-

খাল কাটো ভাই হৃদয় মগজ ধরিয়া,
আমার কোন বেদন নাই,
তুমি তুলিয়া দাও পাল আমার কথা ভুলিয়া।
আমার জন্মই হইয়াছিল খালে,
মায়ের নাম ছিল জননী- বিবি দরিয়া।
প্রিয় জুলিয়া-

আমারে না হয় যাইও ভুলিয়া,
তবু তুমি নিশ্চিন্তে পার হইও,
অতল,অসভ্য দুনিয়া
আর –
সাত সাগর তের নদীর দুষিত এই দরিয়া।

লেখক: নির্বাহী সম্পাদক দেশ জনতা ডটকম