আল জাজিরার প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে হাইকোর্টে রিট

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২১
0

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আল জাজিরার প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। কাল মঙ্গলবার এ রিটের শুনানী হবে।

প্রতিবেদনটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে (৩ ফেব্রুয়ারি) বিবৃতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। উগ্রবাদি জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট চক্র এটি করিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এছাড়া ওই প্রতিবেদনকে ভ্রান্ত ও ভিত্তিহীন বলে তীব্র নিন্দা জ্ঞাপন করেছে বাংলাদেশ সেনা দপ্তর।

‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামের এই প্রতিবেদনকে উদ্দেশ্যমুলক ও স্বার্থান্বেষী মহলের কাজ বলে অভিহিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।