আসানসোলের প্রার্থী : আমি ‘আউটসাইডার’ হলে মোদি কী? BJP-র কটাক্ষের জবাবে শত্রুঘ্ন সিনহা

আপডেট: এপ্রিল ১০, ২০২২
0

বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবার আসানসোল উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ।
শত্রুঘ্ন সিনহার বিখ্যাত সংলাপ থেকেই নামকরণ তৃণমূল প্রার্থীর সঙ্গে মুখোমুখি অনুষ্ঠানের। অকপটে মনের কথা বলবেন বলেই ডেকে নিয়েছিলেন দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক গৌতম ঘোষকে।

আসানসোলের এক হোটেলের ব্যাঙ্কোয়েটের মঞ্চে প্রথমেই বাউন্সার দিলেন গৌতম, ‘তুমি কি বহিরাগত?’ শত্রুঘ্নর চটজলদি জবাব, ‘আমি আপনার লোক। আমি যদি আউটসাইডার হই তাহলে, প্রধানমন্ত্রী কী? উনি তো বারাণসী থেকে ভোট লড়েন।’

দুপুর থেকে বিকেল পেরিয়ে রোড শো করে ক্লান্ত ৭৬ বছরের সুপারস্টার। তবু সেই হাসি বজায় রয়েছে। গর্ব করে বললেন, বিহার থেকে একজনই মহাতারকা হয়েছেন, একজন ফিল্মের লোকই ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন।
আসানসোল উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে মঞ্চে বসেছিলেন মন্ত্রী মলয় ঘটক, ব্রাত্য বসু, চন্দ্রনাথ সিনহা, প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

বিহারীবাবু অকপটে জানালেন, ইলিশমাছ আর মুড়িঘন্ট প্রীতির কথা। বললেন, সংসদে তিনি বাংলার কন্ঠস্বর হয়ে শুরু করতে চান নতুন ইনিংস। অনুষ্ঠানের আয়োজক ইয়োর ভয়েস সংগঠন।