ইসরাইলে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে

আপডেট: অক্টোবর ১০, ২০২৩
0

অন্তত এক হাজার আটজন ইসরাইলি নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের ইসরাইলি দূতাবাস জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিডিয়ায় পোস্ট করে দূতাবাস জানায়, হামলায় তিন হাজার ৪১৮ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইসরাইল পাল্টা বিমান হামলা শুরু করার পর থেকে গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৭৭০ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় চার হাজার ১০০ জন।

ইসরাইলি বিমান বাহিনী জানিয়েছে, তারা রাতভর হামাসের অন্তত ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তারা মঙ্গলবারও তারা এই হামলা অব্যহত রেখেছে।

ইসরাইলের বিমান বাহিনী (আইএএফ) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তাদের বেশ কয়েকটি যুদ্ধবিমান রিমাল এবং খান ইউনিস এলাকায় হামলা চালিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।

হামাসের নৌবাহিনীর সিনিয়র কর্মকর্তা মুহাম্মদ কাশতার সাথে যুক্ত একটি ভবনও লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বলে আইডিএফ জানিয়েছে।
সূত্র : বিবিসি