`উন্নয়নের চোরাবালিতে নিরন্তর হাহাকার ‘

আপডেট: এপ্রিল ১৭, ২০২৩
0


সৈয়দ সাদী

অধিকারহীন-জনমানুষের ঘোলাটে-চোখ
প্রতিবাদহীনতার ভেতর গুমরে মরে
বাকরুদ্ধ-বিবেকের নির্লিপ্ত-ভাষা
ছেয়ে থাকা গুমোট এক অন্ধকার নেমে আসে
ধূসর-বিবর্ণ সময়ের ফুটপাত ধরে ।

অসহায়-ছিন্নমূল মানুষের অর্ধ-নগ্ন অবয়ব
দুঃস্বপ্নের চিত্রপট হয়ে
সকরুণ-আকুতি জানায়
মানবিক-বিপর্যয়ের নিঃস্ব-কবিতার রুদ্রস্বরে ।

ভিটে-মাটি উচ্ছেদ হয়ে গ্যাছে সেই কবে
শোষিত-মানুষ চিরকাল শোষিত থেকে গ্যাছে
উন্নয়নের চোরাবালি’তে মাথা গুঁজে
বিলুপ্ত-সাম্য ও মৈত্রী’র বাণী
নিরন্তর হাহাকার করে ।
লেখক :
সাহিত্যিক, কবি, শিক্ষক ও রাজনৈতিক
১৬ এপ্রিল ২০১৫ ইং