ঋণের সীমা বাড়াতে বিটিএমএ’র বাংলাদেশ ব্যাংককে অনুরোধ

আপডেট: নভেম্বর ১৬, ২০২১
0

বিশ্ববাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ)থেকে তাদের ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

রোববার (১৪ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংককে একটি চিঠি পাঠিয়েছে বিটিএমএ। এতে বিটিএমএ এর অন্তর্ভুক্ত সকল মিলকে ইডিএফ থেকে ৪০ মিলিয়ন ডলারের ঋণ নেওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ করা হয়েছে।

গত বছর দেশে করোনাভাইরাস আঘাত হানার পর ব্যাংকিং নিয়ন্ত্রক ঋণের সর্বোচ্চ সীমা মিল প্রতি ২৫ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৩০ মিলিয়ন ডলার করেছিল। এ সুবিধা চলতি বছরের ডিসেম্বের মাসে শেষ হতে যাচ্ছে। তবে বিটিএমএ কেন্দ্রীয় ব্যাংকে ঋণের সর্বোচ্চ সীমা ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চালিয়ে যেতে ‍অনুরোধ করেছে।

এ বিষয়ে বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী খোকন জানিয়েছেন, বিশ্ববাজারে শিল্পের কাঁচামালের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মালবাহী চার্জ বাড়ার কারণে বিটিএমএর সদস্য মিলগুলোর ওপর ব্যাপক প্রভাব পড়েছে। তাই অর্থনীতির স্বার্থে বাংলাদেশ ব্যাংকে প্রস্তাবগুলো গ্রহণের অনুরোধও করেছেন তিনি।

এছাড়াও বিদ্যমান সুদের হার ২ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৭৫ শতাংশ করার দাবি জানানো হয়েছে।