এবারো বোরখা পরে পালাতে হবে—- এ্যাড. সাখাওয়াত

আপডেট: আগস্ট ৩০, ২০২২
0

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : জ¦ালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং,গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উধ্বগতি এবং পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নাসিক ১৮নং ওয়ার্ড বিএনপি।
সোমবার (২৯ আগষ্ট) বিকেলে নগরীর ১৬নং ওয়ার্ডস্থ রাশেল পার্ক সংলগ্ন এলাকায় এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নাসিক ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলুর সঞ্চালনায় এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, প্রধান বক্তা ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন খান,
বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির সহ-সভাপতি হাজী নুরুউদ্দিন আহম্মেদ, এ্যাড. সরকার হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু।
বক্তব্য রাখেন, মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন শোখন, মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু,সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম-আহবায়কসাগর প্রধান, যুগ্ম-আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, জেলা বিএনপির সদস্য মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির মৎস বিষয়ক সম্পাদক এ্যাড. আনোয়ার প্রধান, ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, মাসুদুর রহমান মাসুদ, মহানগর বিএনপি নেতা একেএম মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর যুবদলের মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, সিদ্দিরগঞ্জ থানা যুবদল নেতা জুয়েল প্রধান, মহানগর ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, ১৬নং ওয়ার্ড বিএনপি নেতা মনির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি বলেন, দেশের সবচোরেরা মুজিব কোর্ট পরে। যারা এদেশের মানুষের গণতন্ত্র ভোটাধিকার, মানুষের মৌলিক অধিকার হরন করে নিয়েছে এবং সকল অবৈধ ভোটচোর এমপিরা মুজিব কোর্ট পরে। তাই এখনই সময় দেশের জনগণকে সাথে নিয়ে ঐ সকল চোরদের ক্ষমতা থেকে টেনে নামানো।
এ্যাড. সাখাওয়াত হোসেন বলেন, দিন দিন যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হচ্ছে এতেই বুঝা যায় এই সরকার জনগনের সাথে নেই। ৭৪ সালে যেভাবে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়ে ছিলো, বর্তমান আমি সেই অবস্থার প্রতিছবি দেখতে পাচ্ছি। এই অবৈধসরকার দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এদেশে ৭১ এর মত আবারো যুদ্ধ প্রয়োজন। এই যুদ্ধহবে দুর্নীতিবাজ, ভোটাধিকার হরন, মানুষের মৌলিক অধিকার হরন কারীদের বিরুদ্ধে। এবারো তাকে (শামীম ওসমান এমপি) বোরখা পরে পালাতে হবে। তিনি আরও বলেন, একজন এমপি শুধু বলে খেলা হবে তাদের দুই ভাই বোনের রাজনীতির কারনে নারায়ণগঞ্জবাসী উন্নয়ণ থেকে বঞ্চিত।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মিঠু, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ সিব্বির আহম্মেদ, মহানগর বিএনপি নেতা জাহাঙ্গীর মিয়াজী, মো: হোসেন কাজল, শিবলী সাদিক শিপলু, কামরুল হাসান সাউদ চুন্নু, মাসুদ রানা, ১৬নং ওয়ার্ড বিএনপি নেতা বরকত উল্লাহ জনী, হাজী তোফাজ্জল হোসেন, মোহাম্মদ লোকমান হোসেন, আজিম সরদার, রমজান মাদবর, জাকির হোসেন সেন্টু, মতিউর মতু, মহানগর যুবদল নেতা মঞ্জুরুল আলম মুছা, মিঠু আহম্মেদ, জামান প্রধান, নুরু জামান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু হোসেন রাজু, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীম বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দরা নাসিক ১৬নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।

এম আর কামাল
নারায়ণগঞ্জ
তারিখ ঃ ২৯-০৮-২০২২