এলিগেন্স এর রিব্রান্ডিং ও বিউটি কুইন লয়ালিটি কার্ড চালু

আপডেট: জুলাই ২২, ২০২২
0

এলিগেন্স এর রিব্রান্ডিং অনুষ্ঠান আজ ২১ জুলাই ২০২২ সন্ধ্যা ৭:৩০ টায় ধানমন্ডি ৯/এ’স্থ মেরিটেজ ঢাকা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশিষ্ট নাট্যাভিনেতা ও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, এলিগেন্সের চেয়ারম্যান ও জাসদের সহ-সভাপতি নুরুল আখতার, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, এলিগেন্সের ডিরেক্টর মাইনুদ্দিন সুমন ও আয়শা তাবাছ্ছুম, সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক, রিবানা’র ফাউন্ডার ওয়াহিদুজ্জামান সাদি, অভিনেত্রী লড়া লোটাছ, ইনফ্লুয়েন্সার বিউটি ব্লগার লামিয়া মোক্তার লিন্ডার, ফারজানা ইসলাম, শাম্মা রুমফাই আবন্তি সহ বিশিষ্ট ব্যবসায়ী, ব্লগার এবং এলিগেন্সের ক্রেতাগণ।

এলিগেন্স এর রিব্রান্ডিং অনুষ্ঠানে ক্রেতাদের জন্য বিউটি কুইন লয়ালিটি কার্ড চালু করা হয়।

এলিগেন্স দীর্ঘ ৪ বছর যাবৎ অথেনটিক অ্যান্ড ব্রান্ডেড ও রিজেনবল প্রাইস নিয়ে অনলাইনে ব্যবসা পরিচালনা করে আসছে। এলিগেন্স তার রিব্রান্ডিং করার কারণ হচ্ছে আরো বেটার সার্ভ করা। কোরিয়ান প্রোডাক্ট নিয়ে এলিগেন্স সাধারণত একটা বিপ্লব এনেছে। যে প্রাইসে এলিগেন্স কোরিয়ান প্রোডাক্ট সাপ্লাই করছে সেটা কম্পিটিটিভ মার্কেটে আনবিটেবল। স্কিন কেয়ার থেকে শুরু করে কালার কসমেটিক্স কোথাও পিছিয়ে নেই এলিগেন্স। ৩ হাজারের বেশি প্রোডাক্টের সাপ্লাই চেইন মেইনটেইন করছে এলিগেন্স। ভবিষ্যতে এলিগেন্স আরো বেটার কিছু করার চেষ্টা করবে কাস্টমারদের জন্য।