কঠোর লকডাউনেও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে : একদিনে মারা গেলো ২০০ , শনাক্ত ১১ হাজার ১৬২

আপডেট: জুলাই ৭, ২০২১
0

কঠোর লকডাউনেও করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে । প্রতিদিনই রেকর্ড ভাঙ্গছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনেই ২ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন। এ নিয়ে দেশে করোনায় মারা গেছেন ১৫ হাজার ৫৯৩ জন। আজ সরকারি এক বার্তায় এতথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী দেশে কোভিড-১৯ সংক্রমণ বেড়েই চলেছে।
প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দৈনিক সংক্রমণের সব রেকর্ড ভেঙে গেছে গত কয়েকদিনে।

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২০১ জনের মৃত্যু হয়েছে।
করোনায় মৃত্যু ও আক্রান্তের সবশেষ পরিসংখ্যান জানাতে বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ১১ হাজার ১৬২ জন। এ নিয়ে দেশে টানা ১১ দিন শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গলবার করোনায় প্রাণ হারান ১৬৩ জন। এদিন রেকর্ড ১১ হাজার ৫২৫ জনের করোনা শনাক্ত হয়।