করোনার টিকা ও চিকিৎসা সামগ্রীর ওপর কর কমাতে রাজি নয় ভারত সরকার

আপডেট: মে ২৯, ২০২১
0

করোনাভাইরাসের ছোবলে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারত। পরিস্থিতি সামাল দিতে রাজ্য থেকে কেন্দ্রীয় সরকার পর্যস্ত সবাই লেজেগোবরে অবস্থায়। এর মধ্যে টিকা নিয়েও আছে সঙ্কট ও বিতর্ক। তারপরও পরিস্থিতি উত্তরণে কোনোভাবেই এসব ক্ষেত্রে কর ছাড় দিতে রাজি নয় নরেন্দ্র মোদির সরকার। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশটির গণমাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

জানা গেছে, করোনা বা কোভিডের টিকার ওপরে কর বা জিএসটি কোরোভাবেই কমানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এমনকি কোভিডের চিকিৎসার জন্য ওষুধের ওপরেও নয়। দু’ক্ষেত্রেই ৫ শতাংশ হারে জিএসটি আদায় করতে চায় নরেন্দ্র মোদির সরকার। পিপিই ও করোনা পরীক্ষার কিটের বেলায় একই নীতি। আর হাসপাতালে মুমূর্ষু রোগীর জন্য ব্যবহৃত ভেন্টিলেটরেও জিএসটি ১২ শতাংশ থেকে কমাতে নারাজ মোদি-অমিত শাহেরা।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাস্ক পরতে বলছেন সবাইকে। কিন্তু তার সরকার এন-৯৫ বা তিন স্তরের মাস্কের ওপর জিএসটি ৫ শতাংশ থেকে কমাতে রাজি নয়।
হাত ধোয়ার স্যানিটাইজার থেকে শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রেও ১৮ শতাংশ হারে কেন্দ্র জিএসটি বা কর আদায় করতে চায়।