করোনায় আক্রান্ত ২৯ কোটি ছুঁইছুঁই

আপডেট: জানুয়ারি ২, ২০২২
0

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও চার হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে। গত একদিনে বিশ্বব্যাপী করোনায় শনাক্ত হয়েছে প্রায় ১২ লাখ মানুষের দেহে।

ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার (২ ডিসেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৮৭২ জন, যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যার তুলনায় দেড় হাজারের কম। তাদের নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৫৬ হাজার ৮৭৩ জনে। একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১১ লাখ ৮৫ হাজার ৩৪৯ জনের শরীরে। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে সোয়া ৩ লাখেরও বেশি। তাদের নিয়ে মহামারির শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৯৬ লাখ ৬২ হাজার ৩৬১ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ১২৬ জন এবং মারা গেছেন ১১০ জন। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ১ লাখ ৯১ হাজার ৯২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৩ হাজার ৮৫১ জন মারা গেছেন।