করোনায় দেশে আরও ২৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১৫ হাজার ৭৭৬

আপডেট: আগস্ট ৩, ২০২১
0

করোনায় দেশে আরো ২৩৫ জন মারা গেছে। এ সময়ের মধ্যে নতুন রোগি শনাক্ত হরা হয়েছে প্রায় ১৬ হাজার । স্বাস্থ অধিদপ্তরের বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল রোগি মৃতের সংখ্যা ছিলো ২৪৬জন।

উল্লেখ্য, সোমবার ২৪৬, রোববার ২৩১, শনিবার ২১৮, শুক্রবার ২১২, বৃহস্পতিবার ২৩৯, বুধবার ২৩৭ ও মঙ্গলবার ২৫৮ (সর্বোচ্চ) জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। এরপর থেকে দু-একদিন ছাড়া অধিকাংশ দিন করোনায় ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।