করোনা -ডেঙ্গু দুটোই নিয়ন্ত্রণহীন:আরও অবনতির আশঙ্কা

আপডেট: আগস্ট ৩, ২০২১
0

মহামারী করোনার সাথে ডেঙ্গুও দূর্যোগ তৈরী করছে দেশে। গত ২ সপ্তাহ ধরে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। মহামারী করোনায় মৃতের সংখ্যার রেকর্ড ভাঙ্গছে প্রতিদিন। গত একদিনে আরও ২৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ২৪৮ জন।

করোনা মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর কণ্ঠে এতক্ষণে দেখা দিয়েছে হতাশা আর ব্যর্থতার সকরুণ আক্ষেপ। রোববার (১ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দেশের উত্তরাঞ্চলে সংক্রমণ কম এবং মধ্যাঞ্চলে সংক্রমণ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। কিন্তু পূর্বাঞ্চলে সংক্রমণ বাড়ছে।

তিনি বলেছেন, হাসপাতালের সক্ষমতা যতটা সম্ভব বাড়িয়েছি, জনবলের ঘাটতি যতটুকু পারা যায় কাটানোর চেষ্টা করছি। কিন্তু কতটাই বা আর বাড়ানো যায়। যেভাবে রোগীর ঢল নামছে তাতে তো আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।