কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

আপডেট: জানুয়ারি ৩, ২০২৩
0

স্টাফ রিপোর্টার, গাজীপুর \ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম নেহাল উদ্দিন (৬৫)। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচাপাইর গ্রামের কানু মিয়ার ছেলে। সোমবার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ওই কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আমিরুল ইসলাম। 

সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি ছিলেন হাজতি নেহাল উদ্দিন। তিনি রবিবার রাত সাড়ে ১১ টার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তঁার মৃত্যু হয়। তার হাজতি নম্বর- ১৯৩৩/২২। সে কালিয়াকৈর থানার নারী ও শিশু নির্যাতন মামলায় ২০২২ সালের ১১ নবেম্বর থেকে এ কারাগারে বন্দি ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

###
মোঃ রেজাউল বারী বাবুল 
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
০২/০১/২০২৩ ইং।