কিয়েভের কাছে অবস্থান নিয়েছে রুশ সেনাবহর : পালিয়েছে অর্ধেক মানুষ–শহরের মেয়র

আপডেট: মার্চ ১১, ২০২২
0

রাশিয়ান বাহিনী গত ২৪ ঘণ্টায় কিয়েভের তিন মাইল বা পাঁচ কিলোমিটার কাছাকাছি এগিয়ে এসেছে, একজন জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের এই তথ্য জানান। খবর- বিবিসির

স্যাটেলাইট থেকে পাঠানো ছবিতে কিয়েভের কাছে একটি রুশ সেনাবহর দেখা গিয়েছে। সেখানে কিয়েভের আশেপাশের অঞ্চলে রুশ বাহিনীকে পুনরায় মোতায়েন হতে দেখা গেছে। এটি ইউক্রেনের রাজধানীর দিকে রুশ বাহিনীর নতুন করে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে৷

ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র বলছেন, প্রায় ২০ লাখ লোক শহরটি ছেড়ে পালিয়ে গেছেন– যা রাজধানীর জনসংখ্যার প্রায় অর্ধেক

ভিতালি ক্লিৎসকো বলেন, শহরের প্রতিটি রাস্তা এবং ভবন এখন এক দুর্গে পরিণত হয়েছে।

ম্যাক্সার টেকনোলজিস এর মতে, কনভয়গুলোকে শেষবার আন্তোনভ বিমানবন্দরের উত্তর-পশ্চিমাঞ্চলে দেখা গিয়েছিল- কিন্তু এখন সেগুলো আশেপাশের শহরে অবস্থান নিতে সরে গিয়েছে।