কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ১৬ জুয়াড়ী আটক

আপডেট: মার্চ ২৩, ২০২৩
0

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজিবপুরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থ ও দুটি মোটরসাইকেলসহ ১৬ জুয়াড়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বুধবার (২২ মার্চ) দিনগত রাত তিনটার দিকে রাজিবপুর উপজেলার কোদালকাটি এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার উত্তর কোদালকাটি এলাকার মোঃ হাসেম আলী (৪৮), ঢুষমারা মোহনগঞ্জের মোঃ মোমিনুল ইসলাম (২৮), তেরর শিপাড়া এলাকার মোঃ হুরমুস আলী (৩৬), সাজাই সর্দার পাড়ার মোঃ শফিকুল ইসলাম (৪২),মেম্বারপাড়ার মোঃ শাহ আলম (২০),তের রশিপাড়ার মোঃ আবু সামা (৫৭), মোঃ সোলেমান (৪১), মোঃ আবু সাঈদ (৪২), মোঃ ফুলমিয়া (৪৮), কোদালকাটি ব্যাপারীপাড়ার মোঃ নূর আলম (২২), উত্তর কোদালকাটির মোঃ ইব্রাহীম (৩৬), চর সাজাই মন্ডলপাড়ার মোঃ আজিজুল ইসলাম (৫৭), তেররশিপাড়ার মোঃ আঃ খালেক মিয়া (৩৬), ঢুষমাড়া থানার গোয়ালপাড়া এলাকার মোঃ তারা মিয়া (৩৬), ডাটিয়ারচরের মোঃ ফজলুল হক (৫৬) ও খারুভাজ এলাকার মোঃ শহিদুল ইসলাম (৩৫)।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে আটক জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার কোদালকাটি এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় ১৬ জুয়াড়ীকে আটক করে পুলিশ। এসময় তাদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জাম, দুটি মোটরসাইকেল ও নগদ অর্থসহ উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, ‘কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’
###
তারিখ -২৩.০৩.২৩