কুষ্টিয়ার ভ্যান চালক ফরিদের অদম্য প্রতিভা : হতে চান বিশ্বসেরা গায়ক

আপডেট: নভেম্বর ১৭, ২০২১
0

কুষ্টিয়া,১৭-১১-২০২১ : কুষ্টিয়ার কয়া গ্রামের ফরিদ আলি। পেশায় ভ্যান চালক হলেও গ্রামে ঘুরে ঘুরে গান শোনান এলাকার মানুষদের। নিজে পড়াশোনা করতে না পারলেও গ্রামের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে পৌঁছে দেন বিনামূল্যে।

সেই সাথে অসুস্থ রোগীদের যেকোন সময় ডাক পরলে নিয়ে যান চিকিৎসা কেন্দ্রে। তাই সবাই তাকে চেনে সমাজ সেবক হিসেবে। অভাবের কারণে অনেক কষ্টে বড় হয়েছেন তারা চার ভাই।

পড়াশোনা করতে পারেননি তেমন। এখন ভ্যান চালান ফরিদ। অন্য ভাইদের অবস্থাও প্রায় একই রকম। ভ্যান চালাতে চালাতে ফরিদ এলাকার লোকগানের চর্চা করেন। ফরিদকে নিয়ে গর্ব করেন তার স্ত্রীও। তিনি জানান, কোথাও গান গাওয়ার সুযোগ পেলে তাঁর স্বামীকে সবাই চিনতো। সঙ্গীত শিল্পীরাও বলছেন, ফরিদদের মতন শিল্পীরা যদি সামনের সারিতে উঠে আসে তাহলে আমাদের লোকগানের ভান্ডার আরও সমৃদ্ধ হবে।

শুধু একজন শিল্পী হিসেবেই নয় গ্রামে ফরিদের পরিচিতি রয়েছে সমাজ সেবক হিসেবেও। কুষ্টিয়ার কুমারখালি উপজেলার কয়াগ্রামে দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে থাকেন ফরিদ ।