কুড়িগ্রামে পৃথক দুটি দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু

আপডেট: জানুয়ারি ১৯, ২০২২
0

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক্টর ও অটোরিক্সা চাপায় ২ শিশুর মর্মান্তিক মৃত‍্যু হয়েছে। ঘটনা দুটি ঘটেছে সোমবার সকালে (১৭ জানুয়ারি) উপজেলার নেওয়াশী ও ভিতরবন্দ ইউনিয়নে।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে একটি ট্রাক্টর নেওয়াশী ইউনিয়নের বলদিটারী মাষ্টারপাড়া এলাকায় মাটি পরিবহন করছিল। এ সময় ওই এলাকার ইছা মিয়ার ছেলে ৩ বছরের শিশু ইমরান হোসেন সাদিক কান্নাকাটি করলে তার মা সাদিয়া বেগম কান্না থামাতে তাকে ট্রাক্টরের উপরে উঠিয়ে দেয়। পরে টাক্টরটি চলা শুরু করলে ঝাকুনিতে শিশুটি উপর থেকে ছিটকে চাকার নিচে পড়ে যায়। চালক ট্রাক্টরটি থামানোর আগেই শিশুটি চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করে।

অপরদিকে সকাল ১১ টায় ভিতরবন্দ ইউনিয়নের দোয়ানী পাড়ায় সড়কে চাবিসহ অটোরিক্সা রেখে জনৈক অটোচালক বাড়িতে খাবার খেতে যায়। পাশে ২ জন সহপাঠিকে নিয়ে খেলছিল ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে ৩ বছরের শিশু রাকিব। এক সময় তারা অটোরিক্সায় উঠে চাবি নিয়ে নাড়াচারা করলে হঠাৎ অটোটি এলোমেলো চলতে শুরু করে। এসময় অটোরিক্সাটি নিয়ন্ত্রন হারিয়ে রাকিবসহ সহপাঠিরা ছিটকে পড়ে গেলে অটোরিক্সার চাপায় ঘটনাস্থলে মারা যায় রাকিব।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
###
আমিনুর রহমান বাবু
০১৭১৬২৫৬৫৩২
১৭-০১-২২