কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষনা

আপডেট: ডিসেম্বর ৬, ২০২১
0
file photo

আগামী ১১ ডিসেম্বর ২০২১, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
# ১১ ডিসেম্বর ২০২১, ভোর ৬-৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন
# ঐদিন সকাল ১১ টায় দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম শেরেবাংলা নগরস্থ মাজারে ফাতেহা পাঠ ও পুস্পার্ঘ অর্পণ।

# ১২ ডিসেম্বর ২০২১, সকাল ১০ টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

# ১৩ ডিসেম্বর ২০২১, সকাল ১১ টায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে কোরআনখানী, দোয়া ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ।

কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী জেলা ও মহানগরের কর্মসূচি

# ১১ ডিসেম্বর ২০২১, ভোর ৬-৩০ মিনিটে দলীয় কার্যালয় সমূহে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন।
ক্স ঐদিন কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

# ১২ ডিসেম্বর ২০২১, দেশব্যাপী জেলা ও মহানগরে গরীব ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ

উপরোক্ত কর্মসূচি সমূহ সফল করতে জাতীয়তাবাদী কৃষকদলের সকল ইউনিটের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।