কোভিড-১৯ টিকাদান বিষয়ে জেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা

আপডেট: মার্চ ৩, ২০২২
0
file photo

খুলনা ব্যুরো:
খুলনা জেলায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির পর্যালোচনা বিষয়ক জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভা আজ (বৃহস্পতিবার) সকালে নগরীর স্কুল হেলথ ক্লিনিক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

সভায় প্রধান অতিথি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আমরা কার্যকরভাবে মোকাবিলা করেছি। সম্মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। করোনাসহ যে কোন দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশে^ রোলমডেল। করোনা ভ্যাকসিন প্রদানে খুলনা জেলার সফলতা উল্লেখযোগ্য।

সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাঃ কাইয়ুম তালুকদার। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের ইপিআই সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।