খাগড়াছড়িতে কর্মশালায় নেতৃবৃন্দরা দক্ষ মানব সম্পদ গড়ে তোলার বিকল্প নেই

আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২২
0

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: দক্ষ মানব সম্পদ গড়ে তোলার বিকল্প নেই। দক্ষতা অর্জন শেষে থেমে গেলে হবে না। লক্ষ্য ও সফলতার পথে এগিয়ে চললেই সাভলম্বি হয়ে উঠা সম্ভব বলে মন্তব্য করেছে নেতৃবৃন্দরা। সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের মধুপুরস্থ আলোর কার্যালয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা সমবায় কর্মকর্তা আশিষ কুমার দাশ এসব কথা বলেন।

আলো সোসাইটির সার্বিক সহযোগিতায় কর্মশালায় টুন্টু চাকমার সঞ্চালনায় এতে আলো এনজিও’র নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা,জাতীয় মহিলা বিষয়ক সংস্থার কর্মকর্তা উঠান চৌধুরী,জেলা সহকারী পরিচালক মোঃ জসীম উদ্দিন,দি লেপসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম কুষ্ঠ নিয়ন্ত্রণ ও রিহ্যাবিলিটেশন প্রকল্প ব্যাবস্থাপক পরশ চাকমা,জবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি নিপালী ত্রিপুরা অংশ নেন।

সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে প্রকল্পের অংশীদার/স্টেকহোল্ডারদের প্রকল্পের ফলাফল পর্যালোচনা সম্পর্কিত জবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যসহ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন। এর আগে জবা সমিতির অফিস পরিদর্শন করে সদস্যদের দক্ষতা অর্জনে ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দেন সমবায় কর্মকর্তা। একই সাথে দক্ষ জনবল তৈরীতে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণসহ সব ধরনের সুযোগ-সুভিধা ও সরকারি-বেসরকারী সহায়তা পেলে আলোকিত দক্ষ স্বাভলম্বী সমাজ গঠনসহ দেশকে এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি