খুলে দেয়া হয়েছিলো দোকানপাট ককটেল বিস্ফোরণের পর বন্ধ

আপডেট: এপ্রিল ২০, ২০২২
0

ঢাকা কলেজ টেনিস গ্রাউন্ডের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের আওয়াজে দোকানপাট বন্ধ করে দেয়া হয়। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বুধবার দুপুর থেকে নিউমার্কেট এলাকায় দোকানপাট খুলতে শুরু করে ব্যবসায়ীরা। সমঝোতায় না এসে দোকান খোলার বিষয়ে বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলেন ঢাকা কলেজ অধ্যক্ষ।

অধ্যক্ষ বলেন, আলোচনা ছাড়া এভাবে দোকান খোলার সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করছি না।

এ সময় ছাত্রদের উপর হামলার বিষয়ে সমঝোতায় না এসে দোকান খোলার প্রতিবাদে ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এরপর বিকেল সাড়ে ৪টার দিকে কলেজে টেনিস গ্রাউন্ডের সামনে ককটেল বিস্ফোরণ হলে পুনরায় আতঙ্ক সৃষ্টি হয়। এরপর সড়কে অবস্থান নেয় পুলিশ। যানচলাচল বন্ধ করে দেয়া হয়। দোকানপাটও পুনরায় বন্ধ রাখা হয়েছে।

কলেজ শিক্ষার্থী, পুলিশ ও ব্যবসায়ীরা রাস্তায় মুখোমুখি হলে কলেজপ্রশাসন শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভিতরে নিয়ে আসেন৷

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছে। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাস্তায় এবং ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান করছে। নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।