গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন

আপডেট: জুন ২০, ২০২৩
0

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে দলটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁনকে।
তবে সংগঠনটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়া হয়েছে, সে ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য দেয়া হয়নি।

সোমবার (১৯ জুন) রাতে দলটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক ও দফতর সম্পাদক শাকিল উজ্জামানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অদ্য ১৯/০৬/২০০৩ ইং তারিখে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্বনির্ধারিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদের যুগ্ম সচিব মোহাম্মদ আতাউল্লাহ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সদস্য সচিব নুরুল হক নূর।’

এতে আরো বলা হয়, ‘সভায় সাংগঠনিক আলোচনা ছাড়াও গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় উদ্ভূত পরিস্থিতি ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনা সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়।

উদ্ভূত পরিস্থিতিতে সুশৃঙ্খলভাবে দলের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নিমিত্তে ১ নং যুগ্ম আহ্বায়ক মো: রাশেদ খাঁনকে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।’