গণস্বাস্থ্য নগর হাসপাতালকে হা-মীম গ্রুপের অ্যাম্বুলেন্স উপহার

আপডেট: নভেম্বর ১১, ২০২১
0

ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালকে আজ বৃহস্পতিবার ( ১১ নভেম্বর) সকাল ১১ টা ৩০ মিনিটে বিশিষ্ট শিল্প প্রতিষ্ঠান হা-মীম গ্রুপ একটি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত এমবুলেন্স উপহার দেন। এমবুলেন্স হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো:মোতালেব হোসেন, পরিচালক আবুল কালাম আজাদ,জেনারেল ম্যানাজার প্রকিউরমেন্ট এন্ড সাপলাই ম্যাজেমেন্ট এলাহী মনজুরুল হক, গণস্বাস্থ্যে কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়কারী ডা: মুহিব উল্লাহ্ খোন্দকার, গণস্বাস্থ নগর হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা; বদরুল হক, ডাইরেক্টর ফাইনান্স মনিকা রানী সরকার ও কর্মকর্তাবৃন্দ।

এমবুলেন্স হস্তান্তের পর হা-মীম গ্রুপের চেয়ারম্যানসহ কর্মকর্তগন হাসপাতালের কেবিনে অসুস্থ্য গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাথে দেখা করে তাঁর শাররীক খোজ খবর নেন। এসময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, “হা-মীম গ্রুপ সাধারন মানুষের চিকিৎসা সেবায় এমবুলেন্স দান করে কর্তব্য পালন করেছেন।

গরীব ও অসহায় মানুষের চিকিৎসায় সবসময় সহযোগিতা করে যাচ্ছে। গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠায় অন্যতম সহায়ক ভুমিকা পালন করেছে হা-মীম গ্রুপ । সেজন্য তাদেরকে কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দেশের অন্যান্য শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক বীমা,ধনাঢ্য ব্যক্তিগন মানবতার ‘কর্পোরেট সোসাল রেসপন্সপেলেটি ফান্ড’ চিকিৎসা সেবায় এগিয়ে আসার আহবান জানান।”

চিকিৎসা ও মানবতার সেবায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে সকল দান আয়কর মুক্ত ।