গরীব দুঃখীর মিরাজুল সন্ত্রাস রোধে ভান্ডারিয়ায় ৬০ ওয়ার্ডে বসছে সিসিটিভি

আপডেট: নভেম্বর ১১, ২০২১
0

নিজস্ব প্রতিবেদক

“কেউ ফিরে না খালি হাতে-গেলে মিরাজের দরবারে” ৷ এমনই প্রচলণ আছে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের নামে৷ করোনা কালীন সময় মানব সেবায় যে ভাবে চিকাৎসা,খাদ্যসামগ্রী দিয়ে দুই বছর ৬০ হাজার জনগণকে আগলে রেখেছেন৷ তা প্রসংশার দাবি রাখে৷ তাছাড়া ইদানিং কালে গরীব দুঃস্থ দের মাঝে বিনামূল্যে নিজ খরচে শতাধিক ইজি বাইক বিতরণ করেন৷ এছড়াও ডিজিটাল ভান্ডারিয়া গড়তে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই চেয়ারম্যান ৷ এবার ব্যক্তিগত উদ্দ্যোগে নিজ অথায়নে তিনি উপজেলার ৬৩টি ওয়ার্ডে বসাবেন সিসি ক্যামেরা।, এ সিসি ক্যামেরা স্থাপনের ফলে উপজেলার অপরাধ কমে আসবে এবং অপরাধীদের চিহ্নিত করতে সহায়ক হবে৷

এলাকাবাসী জানান, চেয়ারম্যান সাহেব সিসিসি ক্যামারা বসানো ছাড়াও এলাকার রাস্তাঘাট, ড্রেনেজের উন্নতি করেছেন৷ তারা আরও বলেন, গরীব দুঃখী দের চেয়ারম্যান তিনি৷ উপজেলায় একটা ঔষধের দোকানে বিনামূল্যে গরীব দুঃস্থ দের ওষুধের খরচই প্রতি মাসে ১০ লাখ টাকা দিয়ে থাকেন তিনি ৷ এছাড়া শিক্ষার জন্য বিনামূল্যে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ূয়াদেরও আর্থিক সাহায্য করেন৷

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহেসাম হাওলাদার বলেন, চেয়ারম্যান মহাদয়ের একাগ্রতার কারণে অত্র এলাকায় নেই কোন সন্ত্রাস, নেই মাদক কারবারী, নেই জুলুম অত্যাচার৷ ভান্ডারিয়া বাসী চেয়ারম্যান সাহেবের কর্ম তৎপরতায় সুন্দর একটি পরিবেশ দেয়ায় কৃতজ্ঞতা জনায়৷
তিনি আর বলেন, আজ মিরাজুল সাহেব আছেন বলে, কেউ বিনা চিকিৎসা, না খেয়ে, মারা যায়নি ৷ অস্ত্রঘাতে মরতে হয়না কাউকে৷ নেই সন্ত্রাসী কার্যক্রম৷ গৃহহীন হয়েও কাউকে এখানে সেখানে করতে হয়না রাত যাপন ৷

উল্লেখ্য, মিরাজুল ইসলাম অত্র এলাকার যত জনকল্যাণ মূলক কাজ করেছেন ৷ তার যত আর্থিক খরচ হয়েছে তা সম্পূর্ন তার ব্যক্তিগত তহবিল থেকে করেন বলে স্থানীয়রা জানান ৷

ইতোমধ্যে মিরাজুল উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার ও পেয়েছেন দু’ দুবার৷
এ দিকে ভান্ডারিয়া উপজেলা মঙ্গলবার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় এ স্বিদ্ধান্ত নেয়া হয়। ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম এর ব্যক্তিগত অর্থায়নে উপজেলা প্রতিটি ওয়ার্ডে এক সপ্তাহের মধ্যে ৬০ টি সিসি ক্যামেরা স্থাপন করবেন।

উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ, উপজেলা ভাইস- চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ননী গোপাল রায়, অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস৷