গাজীপুরে দৃষ্টিনন্দন বহুতল মন্দির নির্মাণের প্রতিশ্রুতি মেয়র জাহাঙ্গিরের

আপডেট: আগস্ট ৩১, ২০২১
0

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এডভোকেট মোঃ জাহাঙ্গির আলম গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবিথি এলাকায় শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির ,শ্রী শ্রী দূর্গা মন্দির ও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম এর জন্য একটি দৃষ্টিনন্দন বহুতল মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সোমবার রাতে শহরের শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির ,শ্রী শ্রী দূর্গা মন্দির ,ও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন।

গাজীপুরে ধর্মীয় রীতিনীতিতে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের পরমপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী পালন উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শ্রীকৃষ্ণ পূজা, প্রার্থনা, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা সভা।

মন্দির পরিচালনা পরিষদের সভাপতি অভিজিৎ দাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন ও সদস্য অ্যাডভোকেট আবদুল হাদী শামীম, ভাষাশহীদ কলেজের অধ্যক্ষ সাংবাদিক মুকুল কুমার মল্লিক ,মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ রানা এরশাদ।

স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক প্রতাপ কুমার গোপ ও সঞ্চালনায় ছিলেন সুরঞ্জিত কুমার মল্লিক লিটু প্রমুখ । পরে মেয়র আনুষ্ঠানিকভাবে নবনির্মিত শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির- এর শুভ উদ্বোধন করেন ।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
৩১/০৮/২০২১ ইং