গাজীপুরে নাতিকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দাদা

আপডেট: জুলাই ১৪, ২০২২
0
ক্যাপশনঃ গাজীপুরঃ টঙ্গীতে পানিতে ডুবে যাওয়া দাদাকে উদ্ধার করছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

গাজীপুর সসংবাদদাতাঃ গাজীপুরে নাতিকে উদ্ধার করতে গিয়ে তার দাদা পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। বৃহষ্পতিবার দুপুরে মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন তিলারগাতি প্রত্যাশার মাঠ সংলগ্ন জলাশয়ে এ ঘটনা ঘটে।

নিহতের নাম- মোঃ সাঈদ আলী (৭০)। তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন তিলারগাতি এলাকার মৃত গেদার আলীর ছেলে।

ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান ও স্থানীয়রা জানান, বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে সাঈদ আলীর নাতি রেদোয়ান (১৩) একটি নৌকা নিয়ে বাড়ির পার্শ্ববর্তী টঙ্গী পশ্চিম থানাধীন তিলারগাতি প্রত্যাশার মাঠ সংলগ্ন জলাশয়ের মাঝামাঝি চলে যায়।

রেদোয়ান সাঁতার না জানার কারনে রেদোয়ান পানিতে পড়ে গেলে দূর্ঘটনার আশংকায় তাকে উদ্ধারের জন্য পানিতে ঝঁাপ দেন বৃদ্ধ সাঈদ আলী। তিনি সাঁতার কেটে কিছুদুর যাওয়ার পর পানিতে তলিয়ে যান। স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায় নি। খবর পেয়ে বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেন। বেশ কিছু সময় পানিতে তল্লাশির পর ৩টার দিকে সাঈদ আলীর লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরীরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।