গাজীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২২
0
ক্যাপশনঃ গাজীপুর ঃ অনুষ্ঠিত প্রাণীসম্পদ প্রদর্শনী।

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে বুধবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এবং গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে ৫০টি স্টলে বিভিন্ন খামারী, ফিডমিল, ওষুধ কোম্পানী ও ডেইরী প্রডাক্টস উৎপন্নকারী প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শনীতে গরু, ছাগল, মহিষ , ভেড়া, মুরগী, বিড়াল, কুকুর, পাখি প্রদর্শন করা হয়। এ উপলক্ষ্যে বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়।

গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া তাবাছ্ছুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অঞ্জন কুমার সরকার। এতে জেলা ভেটেরিনারী কর্মকর্তা ডাঃ হেলাল আহম্মেদ, গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফ হোসেন, গাজীপুর জেলা ডেইরী এসোসিয়েশনের সহ সভাপতি বাছির উদ্দিন বাছির প্রমূখ উপস্থিত ছিলেন। পরে ৩টি ক্যাটাগরিতে খামারীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।