গাজীপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব

আপডেট: জানুয়ারি ৮, ২০২২
0
ক্যাপশনঃ গাজীপুর ঃ কালিয়াকৈরে র‍্যাব’র হাতে আটক দুই মাদক ব্যবসায়ী এবং জব্দকৃত গাঁজা।

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ আন্তঃজেলা দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১’র সদস্যরা। এসময় তাদের কাছ থেকে গাঁজাসহ নগদ টাকা ও মোবাইল জব্দ করা হয়েছে। শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর থানাধীন সফিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব-১’র সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলো- বগুড়ার বাচ্চু সরদারের ছেলে মোঃ ইমরান (২৬) ও দিনাজপুরের মৃত মীর বক্স’র ছেলে ফরিদুল ইসলাম (৪২)।

র‍্যাব-১’র ওই কর্মকর্তা জানান, শুক্রবার গাঁজার একটি বড় চালান নিয়ে কয়েক মাদক ব্যবসায়ী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর থানাধীন সফিপুর বাজার এলাকায় হাজী আমজাদ হোসেন সুপার মার্কেটের সামনে অবস্থান করছে। এ গোপন সংবাদ পেয়ে র‍্যাব-১’র সদস্যরা সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইমরান ও ফরিদুল ইসলামকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজাসহ ২টি মোবাইল ফোন ও নগদ ৮শ’ টাকা জব্দ করা হয়। আটককৃতরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদকদ্রব্য চোরাইপথে আমদানি করে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।