গাজীপুরে বিসিএস শিক্ষা ক্যাডার সমিতির কর্মবিরতি পালন

আপডেট: অক্টোবর ৩, ২০২৩
0

স্টাফ রিপোর্টার, গাজীপুর : বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতি গ্রেড-আপগ্রেডেশন ও গ্রেড বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে সোমবার গাজীপুরে বিভিন্ন সরকারি কলেজে কর্মবিরতি পালিত করেছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মসূচিতে বিসিএস সাধারণ শিক্ষার সকল শিক্ষকগণ অংশ নেন। এ সময় তারা র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভাও করেন ।

বিসিএস শিক্ষা সমিতি গাজীপুর সরকারি মহিলা কলেজ ইউনিটের উদ্যোগে কর্মসূচিতে অংশ নেন কলেজ অধ্যক্ষ ও কলেজ ইউনিটের সভাপতি প্রফেসর ড. এ বি এম ইসমাইল হোসেন খান, সহ-সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুল মুক্তাদীর বিন মোস্তাইনুর রহমান, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক তাহমিনা আজমল, কোষাধ্যক্ষ প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক রেহানা নাসরিন হ্যাপি, প্রভাষক ওমর ফারুক প্রমুখ।

এদিকে জেলার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ইউনিটের উদ্যোগেও অনুরূপ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি ও ভাওয়াল বদরে আলম কলেজের অধ্যক্ষ মাসুদা শিকদার, কলেজ ইউনিটের সহ-সভাপতি এবিএম আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবুল কাশেম, যুগ্ম সম্পাদক শেখ শাহরিয়ার হাসান, প্রফেসর ডক্টর দিলারা আফরোজ, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, মহিবুল হোসেন প্রমুখ।
####
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর
তাং ০২-১০-২০২৩