ভোলায় মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের ব্লক ধসে পড়ে এক নারী নিহত, শিশুসহ আহত ৫

আপডেট: অক্টোবর ৩, ২০২৩
0

ভোলা প্রতিনিধি॥
ভোলার ইলিশায় মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লক ধসে পড়ে লাইজু বেগম (৩৮) নামের এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ৫ জন।
সোমবার (২ অক্টোবর) দুপুরর দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা তালতলি মৎস্য ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাইজু বেগম ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শ্যামপুর এলাকার বাসিন্দা মো. সিরাজের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
স্থানীয়রা সূত্রে জানা যায়, সেপ্টেম্বর থেকেই ইলিশা-রাজাপুর রক্ষা প্রকল্পের ইলিশার লঞ্চঘাট এলাকার কয়েকটি পয়েন্টে মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লক ধসের ঘটনা ঘটছে। পানি উন্নয়ন বোর্ড ধসে যাওয়া স্থানে জিও ব্যাগ ফেলে ধস প্রতিরোধে কাজও করছেন। সোমবার দুপুরের দিকে তালতলি মৎস্য ঘাট সংলগ্ন তীরে এসে একটি মাছ ধরার ট্রলার নোঙর করে। পরে সেখান থেকে মাছ নিয়ে মৎস্য ঘাটে যাচ্ছিলেন ট্রলারে থাকা জেলে ও তাদের পরিবারের সদস্যরা। তখন লাইজু বেগম তীরের ব্লকের ওপর দাঁড়িয়ে তাদের কাছে মাছ ভিক্ষা চাইছিলেন। এসময় হঠাৎ ব্লক ধসে পড়ে যায়। এতে ওই নারীর মৃত্যু হয়। এছাড়াও এ ঘটনায় শিশুসহ ৫ জন আহত হয়েছে।
ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান শাহিন/ভোলা/০