গাজীপুরে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত ৪ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

আপডেট: জুন ১৬, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল রুটের রাজেন্দ্রপুর স্টেশনের কাছে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চারঘন্টা ওই রেলরুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ লাইনচ্যুতের ঘটনা ঘটে।

ওই স্টেশন মাস্টার খাইরুল ইসলাম জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থকে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস লোকাল ট্রেনটি সকাল সাড়ে নয়টার দিকে রাজেন্দ্রপুর স্টেশনে পৌঁছার আগেই ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ঢাকার সাথে ময়মনসিংহ অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ঢাকাগামী কমিউটার শ্রীপুর স্টেশনে ও ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ভাওয়াল গাজীপুর স্টেশনে আটকা পড়ে।

খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে এসে পৌঁছে বেলা পৌনে দুইটার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলোর যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকে বিকল্প পথে গন্তব্যে চলে যান।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
১৬/০৬/২০২২ইং