সড়ক নির্মাণে বন বিভাগ বাধা দেওয়ায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট: জুন ১৬, ২০২২
0
ক্যাপশনঃ গাজীপুর ঃ নিরাপদ সড়কসহ ৭ দফা দাবিতে শহরে শিক্ষার্থীদের file photoসড়ক অবরোধ ও বিক্ষোভ। ###

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে অবস্থিত মুক্তিযোদ্ধা কলেজের প্রবেশের সড়কটি সংস্কার করতে বন বিভাগের বাধা দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে কয়েকশ শিক্ষার্থী কলেজের সামনে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে। ঘন্টাব্যাপী অবরোধকালে শিক্ষার্থীরা জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে কলেজ পর্যন্ত প্রায় ৩০০ মিটার সড়কের সংস্কার কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে গত এক সপ্তাহ আগে থেকে শুরু হয়। ২০০৩ সাল থেকে কলেজ প্রতিষ্ঠার পর এ রাস্তাটি কলেজের একমাত্র এবং প্রধান সড়ক। গত সোমবার থেকে স্থানীয় বন বিভাগ রাস্তাটি সংস্কার করার কাজে বাধা দেয়।

যার কারণে বাধ্য হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়। শিক্ষার্থীদের এ অবরোধের সাথে স্থানীয়রাও অংশ নেন।
বেলা পরে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। জেলা প্রশাসক বলেন বন বিভাগের সঙ্গে নির্মাণাধীন রাস্তাটির সমস্যা রয়েছে। বিষয়টি সমাধানের জন্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর
১৬/০৬/২০২২ইং